প্রযুক্তি

লন্ডনে উবার নিষিদ্ধ

প্রযুক্তি ডেস্ক:
লন্ডন উবারের লাইসেন্স বাতিল করে তাদের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা সুরক্ষার নীতি লঙ্ঘনের দায়ে এ পদক্ষেপ নেয়ার কথা নিশ্চিত করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।

টিএফএল কর্তৃপক্ষ বলছে, কোম্পানিটিকে (উবার) রাজধানীতে কার্যক্রম পরিচালনার জন্য তাদের নতুন লাইসেন্স দেয়া হচ্ছে না। কারণ আমরা এমন কিছু বিষয় চিহ্নিত করেছি যাতে তারা পরিবহনসেবা সুরক্ষার এমন কিছু নীতির লঙ্ঘন করেছে, যার মাধ্যমে যাত্রী ও তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

বিবিসি জানিয়েছে, লন্ডনে কার্যক্রম পরিচালনার ব্যাপারে উবারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি প্রথম নেয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু পরে কোম্পানিটি তাদের সেবার মান বাড়াবে এ অনুরোধ করার পর তাদের পুনরায় ১৫ মাস কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়ে দেয়া হয়। কিন্তু তারা নিজেদের উপযুক্ত প্রমাণে ব্যর্থ হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান এক বিবৃতিতে বলেন, ‘আমি জানি অনেকেই আছেন যারা উবার ব্যবহার করেন। তাদের হয়তো এ সিদ্ধান্তে দ্বিমত থাকতে পারে। কিন্তু আমাদের কাছে তাদের (যাত্রীদের) নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এসব নিয়ম যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই করা।’

উবার কর্তৃপক্ষ বলেছে, আমরা যাত্রী সুরক্ষার সব নিয়ম মেনে চলার পরও এমন পদক্ষেপ নেয়া হলো। টিএফএল’র এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাপভিত্তিক পরিবহনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

Related Articles

Back to top button