খেলাধুলা

লকডাউন ভেঙে তোপের মুখে শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক:

গেল কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। ক্রিকেটাঙ্গনে কোনো দোষত্রুটি দেখলেই এ মাধ্যমে সরব হন তিনি। অন্যান্য জরুরি বিষয়েও সরব রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে ফেসবুকে সরব শোয়েব আখতার। তিনিই কিনা এবার নিজেই আইন ভঙ্গ করলেন। প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গৃহবন্দি থাকছেন বিশ্ববাসী। ঠিক সেই সময়ে রাস্তায় বেরিয়ে এলেন সর্বকালের দ্রুতগতির বোলার। এ কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

পাকিস্তানে এখন চলছে লকডাউন। এই দুঃসময়ে ইসলামাবাদে ফাঁকা রাস্তায় সাইক্লিং করে রোষানলে পড়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আবার পোস্ট করেছেন স্বয়ং তিনি নিজেই।

তাতে দেখা যাচ্ছে, রাতের ইসলামাবাদে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শোয়েব। মুখে মাস্ক নেই! সুপ্রিমকোর্ট চেনাচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন– আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। অসাধারণ আবহাওয়া! রাস্তা খালি। দারুণ ব্যায়াম হচ্ছে।

চাউর হয়েছে, শরীরচর্চার অংশ হিসেবে এ কাজ করেন শোয়েব। অথচ এ সংকটময় সময়ে ঘরবন্দি থাকা উচিত ছিল তার। সেখানে তিনি শারীরিক কসরত করলেন রাস্তায়।

এটা মোটাদাগে ভালো চোখে দেখছেন না ভক্তরা। ইতিমধ্যে শোয়েবের সমালোচনা শুরু করেছেন তারা।

প্রাণঘাতী করোনায় গোটা বিশ্বে প্রতিদিন হাজারও লোকের প্রাণ ঝরছে। সেখানে তার এমন কাণ্ডকে ‘স্বার্থপর’ বলছেন সমর্থকরা।

একজন মন্তব্য করেছেন, বড্ড ভুল সময়ে বাড়ির বাইরে বের হয়েছেন। আপনার দেখাদেখি অন্যরাও এ চেষ্টা করতে পারে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

ভিডিওটির কমেন্টে আরেকজন লিখেছেন, এ অবস্থায় নির্বোধের মতো কর্মকাণ্ড! মারণ রোগে বিশ্বব্যাপী দৈনিক হাজারও মানুষ মারা যাচ্ছেন। অথচ তিনি কিনা মনোরম শহরটির জনশূন্য সড়কে ঘুরে বেড়াচ্ছেন এবং নির্মল বায়ু সেবন করছেন।

তবে তোপের মুখে পড়ে নিশ্চুপ শোয়েব। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে মেতে আছেন তিনি। তার জোরালো দাবি, ক্যাপ্টেনকুলের এখনই অবসর নেয়া উচিত।

পাক সাবেক গতিদানবের দাবিটাও অপ্রাসঙ্গিক না। কারণ ৩৮ বছর বয়সী ধোনির অবসর এখন পর্যন্ত রহস্য হয়েই আছে! এ নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন তিনি।

তথ্যসূত্র: ডেকান হেরাল্ড/এনডিটিভি/হিন্দুস্তান টাইমস

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button