প্রধান সংবাদ

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

স্টাফ রিপোর্টার:
সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন থাকবে। এ সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৫৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে। একই সময়ে ৫ হাজর ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।

চিত্রদেশ//এসএইচ//

Related Articles

Back to top button