লকডাউনের মধ্যে সাতক্ষীরায় ১২ হাজার মানুষের প্রবেশ
সাতক্ষীরা প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় মানুষ প্রবেশ থামানো যাচ্ছে না। প্রবেশদ্বারে আইশৃংখলা বাহিনীর চেকপোস্ট বসানো হলেও রাতের আঁধারে ট্রাকে করে মানুষ ফিরে আসছে।
এরা মূলত ইটভাটার শ্রমিক; যারা দেশের বিভিন্নস্থানে কাজে গিয়েছিল। এর ফলে জেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
রোববার ভোরেও সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলায় ট্রাক যোগে ও নৌপথে কার্গো যোগে ৫ শতাধিক শ্রমিক প্রবেশ করেছে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লারের সভাপতি আকবর কবির।
সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহী আফিসার সাজিয়া আফরিন এ জন্য ৩ জন ট্রাক চালকের ১০ হাজার টাকা জরিমানাও করেন। এরপরও থেমে নেই ট্রাকযোগে শ্রমিক আসা।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে ১২ হাজার মানুষ জেলার ফিরে এসেছে।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা আসছেন তাদের সবারকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।
চিত্রদেশ//জিএ//