প্রধান সংবাদ

রোজিনার নিঃশর্ত মুক্তি চায় নোয়াব

স্টাফ রিপোর্টার:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা, তাঁকে পুলিশে সোপর্দ করা, তাঁর বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের এবং তাঁকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
বুধবার নোয়াবের সভাপতি এ কে আজাদ ও সহসভাপতি শহীদুল্লাহ খান বাদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা বলা হয়।

 

নোয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সচিবালয়ে যাঁরা তাঁকে হেনস্তা ও নির্যাতন করেছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

নোয়াব মনে করে, অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইসলাম এখন একটি পরিচিত নাম। এমন একজন পেশাদার সাংবাদিককে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা অকল্পনীয় এবং সভ্যতা ও শালীনতা বিবর্জিত কাজ। নোয়াব এর তীব্র নিন্দা জানাচ্ছে।

 

নোয়াব সাংবাদিকদের স্বার্থরক্ষায় সর্বদা সমর্থন দিয়ে যাবে। মালিক কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মিলিত বিনিয়োগ ও পরিশ্রমেই সংবাদপত্র প্রকাশিত হয়। রোজিনা ইসলামের প্রতি করা অন্যায় আচরণ পেশা হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতাকেও ক্ষুণ্ন করেছে বলে মনে করছে নোয়াব।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button