রোগীর চাপ সামলাতে শয্যা বাড়ল সোহরাওয়ার্দী হাসপাতালে
স্টাফ রিপোর্টার:
দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে শনিবার (৩১ জুলাই) আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, করোনা রোগীদের জন্য এতদিন ৪০০ শয্যা থাকলেও আজ ১০০টি শয্যা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, প্রথমদিকে হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩০০ শয্যা ছিল। এরপর ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়। আজ আরও ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ শয্যা করা হয়েছে।
হাসপাতালের পরিচালক বলেন, বর্তমানে ৩৩০ জন রোগী ভর্তি আছেন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কোনো শয্যা খালি নেই।
দেখা যায়, নতুন করে অনেক রোগী আসছেন। কেউ করোনা পরীক্ষা করতে আর কেউ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার (২৪ জুলাই) ২১১ জন করোনা রোগী ভর্তি ছিল। আজ (শনিবার) ৩৩০ জন করোনা রোগী ভর্তি আছেন।
রাজধানীর আদাবর থেকে হাসান তার বাবাকে নিয়ে এ হাসপাতালে এসেছেন। তিনি বলেন, বাবার করোনার লক্ষণ রয়েছে। তাই টেস্ট করাতে এনেছি।
চিত্রদেশ//এফটি//