রেমিটেন্সে নতুন ইতিহাস গড়লো রিজার্ভ
স্টাফ রিপোর্টার:
রেমিটেন্সের জোয়ারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরেক নতুন রেকর্ড হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক (চার হাজার ৪০০ কোটি ডলার) অতিক্রম করেছে। বুধবার দিনশেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। এক মাস যেতেই রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল।
বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের জানুয়ারির চেয়ে প্রায় ২০% বেশি।আর ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে প্রবাসীরা ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের হিসাবে ২০% বেশি।
চিত্রদেশ//এইচ//