প্রধান সংবাদ

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
ছাত্র আন্দোলনে বকুল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে, আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন ১৭ জুলাই আসামি আতিকুল ইসলামের নির্দেশে তার অধীনস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলদের নেতৃত্বে অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে ছাত্র আন্দোলনে এলোপাতারি গুলি চালিয়েছে। মামলার তদন্ত চলমান। এ অবস্থায় আসামিকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার আবেদন করছি। আদালত তা মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর বাসস্ট্যান্ডে বকুল মিয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বকুলের স্ত্রী মোছা. মনিকা আক্তার উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

এরপর গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গত ১৩ নভেম্বর এ মামলায় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Related Articles

Back to top button