প্রধান সংবাদ

রাজধানীর যেসব স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরীর বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।’

ডিএমপি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পালায় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ।

Related Articles

Back to top button