প্রধান সংবাদ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

স্টাফ রিপোর্টার:
গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন করার জন্য রাজধানীর কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের জন্য বড় মগবাজার এলাকায় কাজ করা হবে। এ কারণে আশপাশের কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও এর আশপাশের এলাকা।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button