অপরাধ ও আইনপ্রধান সংবাদ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর দক্ষিণখান এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

আজ বুধবার (২২ জুলাই) ভোররাত ৩টার দিকে দক্ষিণখানের আসিয়ান সিটিতে এ ঘটনা ঘটে। সকালে এক ক্ষুদে বার্তায় ঘটনার বিষয়ে জানিয়েছে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি সালাউদ্দিন জানান, আশিয়ান সিটি এলাকায় একদল অস্ত্রধারী মাদক কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাত দেড়টার দিকে অভিযানে যায়। এ সময় অস্ত্রধারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। আর তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের সদস্য এএসআই কামাল আহত হয়েছেন বলেও দাবি করেন এএসপি সালাউদ্দিন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button