রাজধানীতে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরের ছুটি শেষ, আজ সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। নাড়ির টানে যারা নিজনিজ জন্মস্থানে ছুটে গিয়েছিলেন, তারা এখন জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন।
বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকায় ফেরা ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। তাদের চোখেমুখে উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছিল সরকারি ছুটি। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল ছিল পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি। ফলে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে চাকরিজীবীরা ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। অনেকেই ৮-৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে ঈদের ছুটি কাটিয়েছেন টানা ১০ দিন।
তবে ঈদে ঢাকার বাইরে যাওয়া সরকারি-বেসরকারি খাতের চাকরিজীবীদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ব্যাংক, শেয়ারবাজার ও অফিস-আদালত পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে।
//এস//