আয়োজন

রাজধানীতে গ্রামীণ নারীদের তৈরি হস্তশিল্পের মেলা

স্টাফ রিপোর্টার:
`নারী শক্তিতে গড়ি অনলাইন বাণিজ্য’ এই স্লোগানে শুরু হতে যাচ্ছে সৃষ্টিশীল মেলা। মেলার আয়োজক বাগডুম ডটকম। এই মেলায় গ্রামীণ নারীদের নিজ হাতে প্রস্তুতকৃত মানসম্মত ও ডিজাইনের পোশাকসহ বিক্রি ও প্রদর্শন করা হবে। ফলে গ্রামীণ নারীরা এসব পণ্য তৈরি করতে উৎসাহ পাবে। ক্রেতারাও পাবেন ন্যায্যমূল্যে।

এই মেলা বসছে রাজধানীর গুলশানের সড়ক নম্বর ৯, বাড়ি নম্বর ১৪ তে। ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত কেনাকাটা করা যাবে।

মেলায় থাকছে ছেলে ও মেয়েদের আকর্ষণীয় সব ডিজাইনের পোশাক, ছেলেদের জন্য স্মার্ট কালার ও ডিজাইনের শার্ট-পাঞ্জাবি, আর মেয়েদের জন্য থাকছে আকর্ষণীয় কুর্তি, শাড়ি ও সালোয়ার-কামিজ এবং সৃষ্টিশীল পণ্য ও সৌখিন বস্ত্র সামগ্রী । এসব পণ্য দেশের গ্রামীণ নারী কর্মীদের তৈরি।

আরো থাকছে ঘর সাজানোর জন্য নানারকম শিল্পশৈলী ও প্রয়োজনীয় জিনিসপত্র । যা আপনি কিনতে পারবেন ন্যায্যমূল্যে ।

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button