প্রধান সংবাদসারাদেশ

ময়মনসিংহে করোনা আক্রান্তদের ৭৪% ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

ময়মনসিংহ প্রতিনিধি:

বুধবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০৭ জন বা ৭৩ দশমিক ৮০ শতাংশই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। আবার এই ১০৭ জনের মধ্যে ৮৩ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮৩ জনের বাইরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ এবং অন্য ৯ জন অন্যান্য উপজেলার স্বাস্থ্যকর্মী। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক করোনা আক্রান্ত নারীকে চিকিৎসাসেবা দেয়ার পর সেখানকার ১০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোগীরা তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মান নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

শুধু এই জেলাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে সারাদেশে চিকিৎসকসহ ৮৩১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৩৫৯, নার্স ১৭৯ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ২৯৩ জন।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button