গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ভগ্নদশা’

নির্লজ্জ প্রশংসার চারিদিকে ফুলঝুরি
বাহারি জ্ঞানের ঝলকানিতে উদ্ভাসিত বিশ্ব
নৈতিকতার বিষমাখা টোপে মানবিক জীবনদর্শন
স্বপ্নভঙ্গের চোরাবালিতে আত্মগ্লানির হাহাকার ।
এ যেন মনুষত্ব বিবর্জিত কপটতা
মিথ্যার ফুলঝুরিতে বিভীষিকার ঘনঘটা
হিংসা -বিদ্বেষের অনলে নির্মম বাস্তবতা ।
তবুও হতাশার কালো মেঘে ঢেকে
বাস্তবতার কদর্য রূপ চাক্ষুস দেখে
আমিই চিরদিন তোমাকে খুঁজে ফিরি
অস্তিত্বের গভীরে ভগ্নদশায় চেপে ।

Related Articles

Back to top button