মো: মেহেবুব হকের কবিতা ‘শহর ছেড়ে কোনো একদিন’
একদিন হয়েছিল সময়-
শহরের ব্যস্ত জীবন ছেড়ে কাটিয়েছিলাম প্রকৃতির কোলে
নীরবে নিভৃতে; মাথা রেখে কিছুক্ষণ স্নেহের আলিঙ্গনে-
করেছিলাম ধন্য নিজেকে চিরজনমের তরে।
বসেছিলাম সবুজ ঘাসের রাজ্যে-
উপরে উন্মুক্ত নীলাকাশ, সাথে ছিল ফুরফুরে, স্নিগ্ধ বাতাস।
অনুভবে, অনুরণনে হারিয়েছিল মন,
বহু বছর পরে যেন জীবনে এসেছিল প্লাবন
আকাশজুড়ে দেখেছি শ্বেতশুভ্র মেঘমালা-
উড়ছে যেন ডানা মেলে পাখির ন্যায়-
এপাশ থেকে ওপাশ; আড়ালে ছিল বাঁকা রোদের মিষ্টি হাসি।
পাশে যদি থাকত প্রিয়া কাটত সময় বেশই।
শুনেছি পাখিদের কলরব-
ভাবাবেগে হারিয়েছিল মনের ব্যথা বেদনা সব।
ঋদ্ধ, রিক্ত মন খুঁজে পেয়েছিল আপন আলয়
ক্ষণিকের শিশিরবিন্দুর মতোই সময়টা কেটেছিল বেশ ভাবনাময়।
এমনি কাটত যদি প্রতিটি দিন-
হৃদয়ে থাকত বসন্ত, জীবনটা হতো কতই না রঙিন!
বিরাজ করত মনের মাঝে অনাবিল সুখ।
সকল ক্লান্তি জরা মুছে হতাম নতুনের প্রতি উন্মুখ।