গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘মৃত্যুপুরী’

নফসানি খাশিয়াশের সাগরে অনর্গল ডুব দিয়ে
আত্নঅহমিকা ও আত্নগরিমার কণ্ঠহার গলায় পরে
আমি ধিরে ধিরে এগিয়ে চলেছি নির্লিপ্ত পৃথিবীর পথ প্রান্তরে।
সময়ের প্রয়োজনে জীবনের সঙ্গী হয়েছে প্রাচুর্যের অভিশাপ
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে প্রশান্তি খুঁজেছে অশান্ত যৌবন
হতাশা ও নৈরাজ্যের ঢেউয়ে ঠিকানা হারিয়েছে সুখের খেয়া।
তবুও হতাশাগ্রস্থ মনের গভীরে আশার প্রদীপ জ্বলেছে
সমস্যার অন্তহীন দিগন্তে সমাধানের পথ খুলেছে
সময়ের ব্যবধানে স্বপ্ন, সাধনা, সুখ বেকার হয়ে যায় মৃত্যুপুরীর গলিতে।

Related Articles

Back to top button