গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘দূষণমুক্ত পৃথিবী’
হিংসা বিদ্বেষের দাবানলে পুড়ছে সারা বিশ্ব
অস্তিত্বের ক্ষণে ক্ষণে শুধুই সমালোচনা ও রেশারেশির ঝড়
আত্নঅহমিকার প্রচন্ড চিংকারে নিস্তব্ধ নির্বাক পৃথিবী
অহংকার বোধের নির্লজ্জ সীমার পৌঁছে দম্ভ ও ক্ষমতার ভীষণ দাপট।
সবকিছুই বেড়ে চলেছে সময়ের সঙ্গোপনে
শান্ত বাতায়নকে অশান্ত করেছে বৈষয়িকতার আভরণে
মানুষে মানুষে বিশ্বাস ও আস্থা বিনষ্ট হয়েছে সংকটের প্রতিটি সন্ধিক্ষণে।
তবুও স্রষ্টার ওপর অটুট বিশ্বাসে সৃষ্টির প্রতি মায়া জাগে
মানষিক দ্বন্দ্ব দোলাবৃত্তি, অস্তিরতা আবেগের নিকট ভিক্ষা মাগে
সময়ের কাঁধে পাল তুলে শুরু হয় দূষণমুক্ত সুখী পৃথিবীর গল্প।