প্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘তিমির রাত্রির বুকে’

হাহাকার ও শূন্যতায় মোড়ানো জীবনের বাঁকে ধু ধু প্রাঙ্গণ
নিস্তব্ধ প্রকৃতির কোলে লুকোচুরি খেলে সাঁঝের জোছনা
হেয়ালি মনের বারান্দায় মায়াবী রূপসীদের অভাবনীয় মেলা
নিষ্ঠুর সংসার যাত্রার দুর্বিষহ ভুবনে একচিলতে হাসি।
সবকিছুই ঘটে চলেছে সময়ের অদৃশ্য টানে
শান্ত মনকে অশান্ত করেছে বিবিধ আয়োজনে
তবুও পবিত্র আত্মার স্নিগ্ধ অনুভূতির দীপ্তিময় ঝলক দেখে
মুগ্ধতার একরাশ রজনীগন্ধার ছোঁয়া হৃদয় ও মনে মেখে
আমি নিমেষেই হারিয়ে যাচ্ছি বিভীষিকাময় তিমির রাত্রির বুকে।

Related Articles

Back to top button