গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ক্ষয়িষ্ণু জীবন’

চেনা পৃথিবীর অচেনা আলোয় নিজেকে প্রতিনিয়ত দেখে
অশান্তির আলেয়ায় শুদ্ধতার রঙ দেহ ও মনে মেখে
আমি ধিরে ধিরে বাধা পড়ে গেছি সম্পর্কের গভীরে।
আত্নতৃপ্তির ঢেঁকুরে জন্ম নিয়েছে আত্নগ্লানির পদচিহ্ন
সম্পর্কের বাঁধন আলগা হয়েছে অবিশ্বাসের দোলাচলে
বদান্যতার হার্মিংবাড মুখ লুকিয়েছে দৃষ্টির আড়ালে।
তবুও জীবনের প্রতিটি ক্ষণে নিজেকে নতুনভাবে চিনতে ইচ্ছে জাগে
অশান্ত মন চিরকালই বিধাতার নিকট ক্ষমা ভিক্ষা মাগে
প্রণয়ের গভীরে পরিণামের সুর বাজে ক্ষয়িষ্ণু জীবনের প্রান্তে।
আবারো ধূলার ধরণীতে শুভ্রতার বৃষ্টি নামে
মানবতার ঐশী ভুবনে পুনঃ পুনঃ ভালোবাসার ঢেউ জাগে
একাকীত্ব , প্রেম, আধ্যাত্নিকতা মিলেমিশে একাকার হয়ে যায় অন্তহীন দিগন্তে।

কবি: মেহেবুব হক

 

 

Related Articles

Back to top button