গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘উত্তম চরিত্র’

আয় সোনারা আয় মণিরা
দেখবি যদি আয়।
রাহমাতুল্লে আলামিন রয়েছেন
সোনার মদিনায়।
দোজাহানের বাদশা তিনি
আল্লাহর নবী।
জগৎমাঝে সৃষ্টিলীলার
মধ্যমণি সবই।
খিদমতে খোদা মিলে
শেখালেন তিনি।
মানবতার চিরমুক্তির
অগ্রদূত যিনি।
পরধর্মমত সহিষ্ণুতায় ছিলেন
এক দেহ-মন-প্রাণ।
কাফের বুড়ি কলেমা পড়ে
রাখলেন নবীর মান।
মেরাজের রজনীর লীলা
বোঝা বড় ভার।
আহাদ-আহমদের মাঝে
মীমের পর্দার আঁধার।
নবীর শিক্ষা আদব দেখাও
গুরুজন হয় তবে।
প্রতিবেশীর হক আদায় না হলে
মুমিন রবে না ভবে।
মায়ের পদতলে সন্তানের বেহেস্ত
নবীর হাদিসে কয়।
পিতার সাথে সম্পর্ক ছিন্ন হলে
আল্লাহর সাথে বন্ধন না রয়।
নবীপ্রেমে মাতোয়ারা
দুনিয়ার সবাই।
বেহেস্ত দোজখ ভুলে
মোরা নবীর দর্শন চাই
নতজানু হব না’

 

Related Articles

Back to top button