গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অনবদ্য ঘূর্ণিপাকে’
বিশ্ব চরাচরে বাস করে দুদ- শান্তির ঘুম কেড়ে
নৈরাজ্যের মাঝে থেকেও মানসিক অবসাদ ক্লেদ ঝেড়ে
অবিরাম সংগ্রামে আমি বেঁচে আছি পরাভব বাস্তবতার অন্তহীন শূন্যে।
বিচার বুদ্ধির তীক্ষ্মতায় মরিচা পড়ে সময়ের বৈষয়িক স্থুলতায়
প্রযুক্তির উন্নতির শিখরে জন্ম নেয় অলস, দুর্বল মানুষ
আত্মঅহমিকার গগনচুম্বী দুর্গ নস্যাৎ হয় বার্ধক্যের অতল গহ্বরে।
তবুও স্নিগ্ধ ও সবুজ পৃথিবীর আনাচে কানাচে সূর্য ওঠে
কৃষ্ণচূড়ার লাল গালিচায় বিরহ মিলনের হাজারো ফুল ফোটে
সুখপাখির ডানা ঝাঁপটার খোঁজে মানুষ ছোটে মৃত্যুপুরীর অমোঘ দিগন্তে।