গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘স্বপ্নময় পৃথিবী’
সভ্যতার ঘাড়ে হতাশা ও একরাশ নিরাসক্তির চাবুক মেরে
ক্ষয়িষ্ণু জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে থাকার সত্যের টুঁটি চেপে ধরে
আমি ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি পরম প্রশান্তির ছায়ায়
ভিড় করছি শান্তির ঐশ্বর্যে করা তপোবনে।
নিমেষেই মানসিক যন্ত্রণার বিদায়ে
মানবিক প্রশান্তির আলোকচ্ছটায় দীপ্তিময় হয় চারপাশ
সত্যের চাদরে ঢাকা পড়ে যায় মনের গহীনে অরণ্যে
অনাবিল শান্তির ভুবনে উঁকি দেয় সুখ পাখির ডানা ঝাপটায় শব্দ
কল্পনাচারী মন অজান্তেই হারিয়ে যায়
নতুন ভোরের আশায়
স্বপ্নময় সুখী পৃথিবীর অন্তহীন দিগন্তে।