
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘মহাজাগতিক অনুভব’
অজস্র যন্ত্রণার শত সহস্র কাঁটা বিদ্ধ হয়ে
স্থবির দুর্ভাগ্যের রজনীর ভয়ংকর অভিজ্ঞতা সয়ে
আমি এগিয়ে চলেছি মহাজাগতিক কালের সন্ধিক্ষণে।
তবুও কমেনি আত্মিক শক্তির ফোয়ারা
নিঃশেষ হয়নি শক্তি সাহস ও মনোবনের দুর্গ,
বরং বাধা ও বিপত্তির হাজারো পরীক্ষা দিয়ে
স্বপ্ন ও সাধনার দুর্ভেদ্য হিমালয় ছুঁয়ে
আমি নিজেকে হারিয়ে ফেলেছি
অনুভূতিহীন কামনার অন্তহীন দিগন্তে