গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘প্রেরণার অন্তহীন দিগন্তে’

আটপৌড়ে জীবনের ক্ষণে ক্ষণে সীমিত জীবনরস বোধ
দৈনতার ভিড়ে হারিয়ে যায় নিষ্ঠুর কালের পরিক্রমায়
স্বপ্নের অনন্য ভুবনে বারবার বিচরণ করার নিরন্তর স্বাদ
জাগিয়ে রাখে মনের মুকুরে অদম্য ইচ্ছার কালবৈশাখী
ঠিক সেই পথেরই কিনিরা বেয়ে
অমসৃণ সত্যান্বেষী জীবনের বহু চরাই উতরাই ডিঙ্গিয়ে
আমি এগিয়ে চলেছি সাধনার আকাঙ্ক্ষিত মঞ্জিলে
রহস্যে আবৃত জীবনের কণ্টকাকীর্ণ বেলাভূমিতে
তবুও থেমে নেই আমার একান্ত অবিরাম পথচলা
ঐশ্বরিক ক্ষমতার ছত্রছায়ায় নির্জনে আশ্রয় নেয়া
বরং বাঁধনহারা পৃথিবীর উন্মুক্ত প্রান্তরে বসে
সরল জীবনের বহু জটিল অঙ্ক কষে
আমি অচিরেই হারিয়ে যাচ্ছি প্রেরণার অন্তহীন দিগন্তে

 

Related Articles

Back to top button