গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘নীরব কষ্ট’

আমি সয়েছি ব্যথা রয়েছি নীরব
শুধু তোমারই জন্য,
বুঝেছি জীবনে ত্যাগেই আছে সুখ
তবু প্রেম এ জগতে অনন্য।
আমি জগতের সকল দুঃখ-কষ্ট
করেছি নীরবে পান একাকী।
বিষের বাঁশি পরানে বাজিয়ে
কাটিয়েছি দিবারাত্রি।
চলেছি অনেক কণ্টকাকীর্ণ পথে
তবে হারাইনি কভু মনোবল,
বিধাতা যদি পাশে থাকে তবে
বাড়ে মনের আস্থা, বিশ্বাস থাকে অটুট অবিচল।
বিষাদ যন্ত্রণা কত দেবে তুমি
আমি হব নাকো কোনোদিন হতাশ,
তোমারই জন্য করেছি পার তিমির রাত্রি
অন্তরে বইছে শুধুই প্রেমের সুবাস।
কষ্টকে আমি আলিঙ্গন করে
চলেছি পথে একা দুর্নিবার,
সয়েছি হাজারো অন্যের কষ্ট
তবু তোমাকে নিয়ে দেখেছি স্বপড়ব শতবার।
মানুষ আমি মানুষের জন্য
করে যাই নীরবে কাজ,
মানুষের ভালোবাসা পাব কি পাব না
এ নিয়ে নেই আক্ষেপ-লাজ।
হেঁটেছি জীবনের বহুক্রােশ পথ
হইনি কোনোদিন আমি ক্লান্ত,
ঘৃণা করো তবু থাকো পাশে যদি
হব নাকো আমি কখনও পরিশ্রান্ত।

Related Articles

Back to top button