
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘নিরব আকুতি’
আমি ধুলায় ধূসরিত নিলিপ্ত পৃথিবীর কথা বলছি
সংগ্রামী জীবনের নির্মম বাস্তবতার আলেখ্য আঁকছি
দেখছি কীভাবে ক্ষয়ে ক্ষয়ে
নীরব ব্যাথা সয়ে সয়ে
স্বপ্নের পাখিরা ধূকে ধূকে
হারিয়ে যায় পৌঢ়ত্বের অন্তহীন দিগন্তে ।
এ যেন বহমান জীবনের নিরামিষ সরল অংক
নীরবতার কস্টিপাথরে অসাধারণ ধৈর্যের গল্প
হাহাকার ও শূন্যতায় মোড়ানো পার্থিব অভিব্যক্তি ।
তবুও চিরদিন মানুষ লালায়িত জীবনের গল্পে
চরম আবেগে বিহ্বলিত উৎকণ্ঠার প্রতিটি লগ্নে
পাপের মোড়কে পূণ্য বিক্রি হয় স্বার্থের অগ্নিদগ্ধে ।