
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘নগ্ন আলিঙ্গন’
অসাধারণ! হৃদয় ছুঁয়ে যায়!
মন হারিয়ে যায় তোমার কাজল কালো চোখের গভীরে
মনের সবটুকু আকুতি দিয়ে বেঁধে রাখতে চায় সম্পর্কের শিকড়
তবুও অযাচিত এলোমেলো ভাবনা
আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সারাক্ষন
নিঃক্ষেপ করে নিকষ কালো অন্ধকারের গহীনে
ভাবনার প্রতিটি সঙ্গোপনে
নগ্ন আলিঙ্গনে