গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘জীবনের রঙ’

বাহারি জীবনে নান্দনিকতার পৌন:পুনিক ছোঁয়া
দুঃখের ডামাডোলে হতাশার ঘন কালো ছায়া
যৌবনের মরীচিকায় হারিয়ে যাওয়া আত্মার কষ্ট
সুখের সাগরে থেকেও হৃদয়ের হাহাকার ও আকুতি
সবকিছুই ঘিরে আছে জীবনের মাঝে
জুড়ে আছে আমাদেরই সাথে সকাল সাঁঝে
তবুও একটুও কমেনি বেঁচে থাকার আকাঙ্ক্ষা
দমেনি কামনার আগুন বাসনার ঢেউ
নেভে নি অদম্য ইচ্ছা ও সাধনার চেরাগ
বরং জীবন তার রঙ বদলে
আলো আঁধারের পৃথিবী সামলে
এগিয়ে চলেছে পরিণতি ও প্রাপ্তির অন্তহীন দিগন্তে

Related Articles

Back to top button