গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘কৃষ্ণচূড়ায় ছোঁয়া’
উদ্বেলিত হৃদয়ের হাজারো উৎকণ্ঠার শপথ করে বলছি
আমি তোমাকে ভালবেসেছিলাম সাত আসমানের ঐশী বলয় ছুঁয়ে
অমৃতের স্বাদ আস্বাদন করেছিলাম সাত জমিনের গভীরতা ফুঁড়ে
অসংখ্য তারকারাজির মেলায় তুমিই ছিলে পূর্ণিমার ভরা চাঁদ
যে চাঁদের জোছনার আলোয় পুনঃপুনঃ অবগাহন করে
হৃদয় ও মনের একরাশ ভালোলাগার অজানা শিহরণ বয়ে
আমি জীবন কালাতিপাত করছি মুগ্ধতার অনন্য স্বর্গরাজ্যে
যেখানে ভালোবাসার রংধনু সাজিয়েছে অভিনব জীবনের রঙ্গমঞ্চ
কষ্ট ও দুঃখের খরস্রোতা নদী প্রবাহিত হচ্ছে ছন্দময় শান্ত ধারায়
লাল নীল কৃষ্ণচূড়ায় ছোঁয়া লেগেছে মনের অতল গভীরে
জীবন তার রূপ বদলে এগিয়ে চলেছে শাশ্বত প্রেমের বৃহৎ অঙ্গনে
কবি: মো: মেহেবুব হক