
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মেহেবুব হকের কবিতা ‘কামনার যৌবন’
কী আশ্চর্য অনুভূতির সাগরে আমি ভেসে বেড়াই
উদারহস্তে প্রকৃতির সাথে সংগ্রামে লিপ্ত হই
কখনোবা হতাশার চাদরে মুড়ে থাকে স্বপ্ন
নীলগিরি থেকে হিমালয় হয়ে উপচে পড়ে ধৈর্যের বাঁধ
তবুও জেগে থাকে আশা প্রাচুর্যের অন্দরমহলে
ডুবে থাকে মন সাফল্যের সুষমামন্ডিত ভুবনে
প্রফুল্লের বন্যা বয়ে যায় কামনার অনন্ত যৌবনে।





