মেহেবুব হকের কবিতা ‘আমিই পরম সত্য’
আমি হুদহুদ পাখি হয়ে তোমার পানে উড়ে যেতে চেয়েছি
ভ্রমন করতে চেয়েছি আত্মার সাতটি রাজ্যে
যেখানে হৃদয়ের নির্মল আনন্দে অনন্ত সময় কেটে যায়
চোখের সামনে অন্তঃদৃষ্টির আবরণগুলো ধিরে ধিরে খসে পড়ে
হৃদয়ের স্বচ্ছ আয়নায় প্রতিভাত হয় এ জগতের হাল হাকীকত
মনে হয় সত্যের আবরণে ফেলে নিজেকে লুকিয়ে ফেলি চিরতরে
ক্ষুৎপিপাসার এ জগতে নিজেকে বড়ই প্রাণহীন মনে হয়
হটাৎ শুন্যে হারিয়ে যায় মন
চেয়ে দেখি আমি সিদ্রাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে
আল্লাহর আরশের সামনে বসে আছি
গন্তব্য চিরঞ্জীব প্রভুর সাথে সাক্ষাত
যেমনিভাবে মোহাম্মদ মোস্তফা(স) দিদারে এলাহি পেয়েছিলেন
এ কেমন আমার অনন্ত ইচ্ছা
কী অদম্য আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি দিনের পর দিন
এখনো মেলেনি সেই জ্যোতিরময় আলোর সন্ধান
ধুয়াশার আবরণে দিন দিন প্রকট হয় বার্ধক্যের ভয়াল মূর্তি
তবুও ছাড়িনি আমি হাল
ইস্রাফিলের শিঙার হুঙ্কারে আমি কোনদিনই ভীত নই
আমার আমিকে ঠিকই একদিন খুঁজে নেব
মিলিয়ে যাবো কোন এক সায়াহ্নে অসীমের মাঝে
যেমনিভাবে মনসুর হাললাজ (র:) ঘোষণা করেছিলেন আমিই পরম সত্য ।
তাং-১৪/০৫/২০২০ ইং, ঢাকা