গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘অলৌকিক সাহায্য’

আমি বাহ্যিক অভাবনীয় সৌন্দর্যের বাহারি পোশাক পরতে চাই না,
মুখোশের আড়ালে নান্দনিক সভ্যতার খেজুরে আলাপ পাড়তে চাই না,
চাই না মিথ্যা মানবতার অসার গল্প ভুরি ভুরি,
চাই না গগনচুম্বী প্রশংসায় বাড়ুক মনের বাহাদুরি।
আমি শুধুই চাই শুদ্ধ নিয়তে কর্মময় জীবনে হোক নেকের পাল্লা ভারী
যার রুহানি খোরাক মানুষের আধ্যাত্মিকতাকে বাঁচিয়ে রেখেছে চিরকাল,
চলার পথে দিয়েছে আত্মিক শক্তি,
দিয়েছে সবর ও ধৈর্যের মহিমান্বিত পোশাক
যার আবরণে মুড়িয়ে মানুষ নিরন্তর ছুটে চলেছে চিরন্তন মুক্তির পানে
যে মুক্তির পথে যুগে যুগে নবি, রাসুল, অলি-আল্লাহ, গাউস, কুতুব,
আবদাল
আল্লাহর অপার করুণা ও ভালোবাসার গুণগান করে
পথভোলা মানুষকে দেখিয়েছেন চিরন্তন সত্যের পথ।
শুনিয়েছেন মুক্তির অভয়বাণী ও বাড়িয়েছেন সাহায্যের হাত
যেমনিভাবে সত্যের পথে থাকায় তিনশ’ নয় বছর গুহার মধ্যে
নিদ্রার আবরণে মুড়িয়ে আল্লাহ কয়েকজন যুবককে সাহায্য করেছিলেন
যে অলৌকিক সাহায্য সহজে আসে না।
এটাই মহীয়ান ও গরীয়ান আল্লাহর পক্ষ থেকে সাহায্য
যে সাহায্যের জন্য সাধকের হৃদয় উদ্গ্রীব থাকে আজীবন।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button