গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘অমিয় পেয়ালা’

সভ্যতার ভাগাড়ে জন্ম নেয়া দানবের দল
বারে বারে ছিঁড়ে খেতে চায় মানুষের মানচিত্র
নি:শেষ করে দিয়ে বেঁচে থাকার আঁকুতি,
নিভিয়ে দিতে চায় অমূল্য প্রাণ-প্রদীপ ।
তবুও পরম করুণাময়ের উপর ভরসা করে
অযাচিত হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করে
নির্ভিকেরা এগিয়ে চলেছে বীরের বেশে,
এগিয়ে চলেছে আলোকিত উদ্যানে,
স্বর্গীয় সোপানে ।
যেখানে খুশির পরম আনন্দে চারিদিকে
হিল্লোল বয়ে যায়
দেহ-মনে বয়ে যায় অনাবিল প্রশান্তির সুখ,
যে সুখের অমিয় পেয়ালা পান করে
আমিও হারিয়ে যেতে চাই,
মহামানবের সাগরতীরে
হারিয়ে যেতে চাই
আধ্যাত্মিকতার অন্যন্য ভুবনে,
অতি নির্জনে ।

 

Related Articles

Back to top button