মেহেবুব হকের কবিতা ‘অনুতপ্ত প্রেম’
আমি ভালোবাসার রঙে
রঙিন হয়ে বহুদূর হেঁটেছি।
আবেগের নদীতে ছিল শুধু ঢেউ
মায়ার বন্ধনে তোমায় জড়িয়েছি।
ভেবে দেখিনি কভু
কতদিন থাকবে এমন মায়া।
নাকি বাস্তবতার জোয়ারে ভেসে
যাবে সব, রইবে শুধুই তোমার ছায়া।
মনকে আমি কেমনে বোঝাই
কীভাবে পাব মনে শান্তি।
ভুল কি শুধুই আমার ছিল
না নিয়তির খেলায় বেড়েছে দিনে দিনে অশান্তি।
তুমি কি জানো তোমাকে ছাড়া
আমি হয়তো পেয়েছি বাড়ি গাড়ি।
তবে ভালোবাসার পাশাখেলায়
আমি কেবলই রয়ে গেছি এক ভিখারি।
কে জানে কবে হঠাৎ যদি
দেখা হয় তোমার সাথে।
বুঝব সেদিন আমার করুণ ডাকে
মুখ তুলে তাকিয়ে রবে।
আবার হয়তো আনবে তুমি
আমার প্রেমের নদীতে বান।
হৃদয়ে গড়ব ভালোবাসার নতুন প্রাসাদ
বাড়বে আমাদের মহব্বতের শান।
অবশেষে আমি বুঝেছি
এ জগতে প্রেম কত দামি।
প্রেমের মালা জপি যত
মনে বাড়ে তত পাগলামি।
প্রেম স্বর্গ, প্রেম নরক,
প্রেমে মত্ত এ সারা ভুবন।
প্রেমের জ্বালায় দিগ্বিদিকশূন্য আমি
প্রেম পেলেই শান্ত হবে আমার দেহ-মন।