মেসেঞ্জারে এই মেসেজ থেকে সাবধান!
প্রযুক্তি ডেস্ক:
বর্তমান যুগে ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর। একজন মানুষের প্রায় সব জরুরি তথ্যই পাওয়া যায় তার ফেসবুক একাউন্টে। তাই ফেসবুক একাউন্ট হ্যাক করতে হ্যাকাররাও ব্যবহার করেন নিত্যনতুন পদ্ধতি।
এবারের নতুন বছরকে সামনে রেখে ফেসবুকে একটি ম্যাসেজ স্প্যাম করার মাধ্যমে হ্যাক করা হচ্ছে ফেসবুক আইডি। এই এ ধরনের সারপ্রাইজ মেসেজ লেখা কোনো লিংক আপনার মেসেঞ্জারে এলে সেটাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। ক্লিক করলেই আপনার আইডির নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের কাছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একদল চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
চিত্রদেশ//এস//