প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘সফলতা’

কানিজ কাদীর

সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক একরকম। কেউ হয়তো নাসার বিজ্ঞানী হতে চায়, কেউ হয়তো এভারেস্টের চূঁড়াায় উঠতে চায়, কেউ হয়তো ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক। ইত্যাদি। একজন গরীব শ্রমিের সফলতা কাজ শেষে সে কতটুকু মজুরী পেল। ভাল মজুরি পেলে সে খুব খুশী। আবার একজন চাষীর ক্ষেতে ভাল ফসল ফলানোতেই শ্রমিকের সফলতা। এই সফলতা তার কাছে শত ভাগ সফলতা । এর জন্য তাকে একটা স্বপ্নের বীজ বপন করতে হয়েছে। কেউ যদি আশা করে আমি ৫০% সফল হবো তাহলে মনে করতে হবে তার সফলতার চাওয়াটা খুব ছোট। আসলে সফলতা পূরণের চাওয়াটা যদি বেশি না হয় তাহলে সফলতা পূরণের ই্চ্ছেটাই আসবে কোথা থেকে। আসলে ভেতরের প্রবল ইচ্ছেটা একটা সফলতা অর্জনের প্রথম ধাপ। আমাদের ভেতরের প্রবল ইচ্ছা আমাদের সফলতা অর্জনের চাওয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ইচ্ছেটা যদি শতভাগ হয় আমরা পুরোটা না পেলেও ৮০% তো পেতে পারি। কাজে কাজই আমার মনে হয় সফলতার চাওয়াটা হওয়া উচিত অনেক বড়। এই বিশ্বাসকে সামনে নিয়ে এগিয়ে গেলে আমাদের অনেক আশাগুলো অবশ্যই সফলতার বার্তা বয়ে আনবে।

 

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button