প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘বাল্য বিবাহ’

কানিজ কাদীর

একবার সরকার ঘোষণা দিয়ে দিল মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করা হবে। খবরটা বিস্মিত হবার মতই। এমনিতেই মাতৃত্বজনিত কারনে অল্প বয়সে মৃত্যুর হার অনেক বেশি। তাছাড়া গ্রামেগঞ্জে অনেক পরিবারেই মেয়েদের বয়স বাড়িয়ে বিয়ে দেয়া হচ্ছে। ১৪/১৫ বছরের মেয়েকে ১৮ বছর দেখিয়ে বিয়ে দেয়া হচ্ছে। এমন খবরে আরও ছোট বয়সে মেয়েদের বিয়ে দিতে চাইবে অল্প শিক্ষিত, কুসংস্কার আচ্ছন্ন লোকজন। যার ফলে মাতৃত্ব জনিত নানা সমস্যা যেমন- অতিরিক্ত রক্তশূণ্যতা , প্রসবকালীন অনেক জটিলতা আরও বেড়ে যাবে। তবে আশার বিষয় সরকার আবার আগের সিদ্ধান্তেই আছে। মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই আছে। এ বয়স অবশ্যই ২০ বছর করা উচিত।

লেখক: কানিজ কাদীর

 

Related Articles

Back to top button