একটি সংসারে বাবা যে কি জিনিস এটা যার বাবা নেই সেই ভাল করে বোঝে। একজন বাবা সমস্ত ঝড় ঝঞ্ঝা তুচ্ছ করে সংসারের দায়িত্ব পালন করেন। বিরাট মহীরুহের মত পরিবারের সমস্ত সদস্যকে আগলে রাখেন। সন্তানদের জন্য বাবা যেন একটি বড় অশ্বথ গাছ। যার সুশীতল ছায়াতলে থাকে বলেই সন্তানরা এত নিরাপদ বোধ করে।
বাবা একটি বিরাট শক্তি। যার শক্ত হাত সন্তানকে নানা পথ দেখায় । একজন আদর্শ বাবার দেখানো পথেই সন্তানরা চলে । পরিবার, সন্তানকে কেবল আর্থিক যোগান দেওয়াই একজন বাবার কাজ নয়। সন্তানকে মানসিক শক্তি ও সাহস যোগানোটাই একজন বাবার আসল দায়িত্ব। যে বাবা সংসারে এত পরিশ্রম করে রােজগার করেন তাঁর দিকে সন্তানদের নজর দেয়া উচিত। কারন বাবারও শরীর, মন দু’টোই আছে। তাই সন্তানদের বলবো, তোমরাও বাবার কাছে যাও, কথা বল,তার খোঁজ খবর নাও। বাবাকে সম্মান করো, অন্তর দিয়ে ভালোবাসো আর বাবার যত্ন নাও।
লেখক: কানিজ কাদীর