প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘অনুভূতি’

কানিজ কাদীর

অনুভূতি সবার সমান নয়। আমরা চলার পথে অনেক কিছুর সাথেই পরিচিত হই, অনেক ঘটনা দেখি। কিন্তু সেগুলাের গভীরে অনেকেই ঢুকতে চাই না বা ঢুকি না। আসলে আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমরা অন্তর চক্ষু দিয়ে দেখতে চাই না। অন্তরের অনুভূতি সে আর এক ব্যাপার। সবকিছু সাধারণ চোখে দেখলাম। ফুরিয়ে গেল। এক বৃদ্ধ বা বৃদ্ধাকে দেখলাম। তার চেহারার ভাঁজ দেখলাম। যার শরীর বাঁকা হয়ে গেছে দেখলাম। কিন্তু শরীরের বাকাঁ হওয়া, চামড়া কুচকানোর পিছনে যদি চলে যাই তবে দেখতে পাবো এক জীবন সংগ্রামে কঠিন পরিশ্রমী একজন নারী বা পুরুষ যে তার জীবনের বেশির ভাগ সময়ই সংসার, সন্তানের পিছনেই ব্যয় করেছে। আজ হয়তো সে একাকী ,জীবনের এটাইতো নিয়ম। এভাবে তো পৃথিবী চলছে। আমি বলবো এখানেই তো অনুভূতি। অন্তর দিয়ে অনুধাবন করা। তা হলে নিজের জীবনকেও একজন উপলব্দি করতে পারবে। আবার যদি মনে করি সকালের হাওয়া, সূর্য, পাখীর গান, আকাশ, নদী, পাহাড় প্রকৃতি প্রতিদিনই কিন্তু সুন্দর । কিন্তু অনেকের কাছে এমন প্রকৃতিই হয়তো তার মনকে নস্টালজিয়ায় ভরে তুলবে। প্রকৃতিতে সে সৃষ্টিকর্তাকে খুঁজবে । তার অন্তর আত্মা কেঁপে উঠবে। তার কাছে সকালের সূর্য, হাওয়া, পাখীর গান সবকিছু মায়াবী মনে হবে। মনে হবে পৃথিবীটা কত পুরনো । আর এটাইতো অনুভূতি। যা সে কেবল তার অন্তর আত্মা দিয়ে অনুভব করে। এ অনুভূতি সবার ভিতরে কি কাজ করে?

 


লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button