আন্তর্জাতিকপ্রধান সংবাদ

মিয়ানমারে নিহত ১৬০০ ছাড়ালো, নিখোঁজ শতাধিক

ভূমিকম্প:

আন্তর্জাতিক ডেস্ক
ভূমিকম্পে মিয়ানমারে এখনও শতাধিক মানুষ নিখোঁজ। এতে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। ব্যাংককের বহুতল ভবনের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেও জানিয়েছে থাই প্রশাসন।

রাজধানী নেইপিদোসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে মিয়ানমারের প্রায় সব অঞ্চল। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

সরঞ্জামের সংকটে খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে প্রধান সড়কগুলোতে ফাটল ধরায় রাস্তাঘাট পরিণত হয়েছে মৃত্যুকূপে। এক মিটার পর্যন্ত বিস্তৃত এসব ফাটলের কারণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

রাজধানী নেইপিদোসহ অন্যান্য স্থানে নেই মোবাইল নেটওয়ার্ক। ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালায় শহরেও চলছে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। উদ্ধারকাজে সহায়তার জন্য চীন থেকে মিয়ানমারে পৌঁছেছে রেসকিউ টিম।

ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়া নির্মানাধীন বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও হদিস মেলেনি অনেকের। গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।

Related Articles

Back to top button