‘মহাত্মা গান্ধী শান্তি পুরুস্কার’ পেলেন কবি মেহেববু হক
নিজস্ব প্রতিবেদক:
‘মহাত্মা গান্ধী শান্তি পুরুস্কার’ পেলেন মানবতার কবি মোঃ মেহেবুব হক।
পশ্চিমবঙ্গের কলকাতার ‘আমার আশা ফাউন্ডেশনে’র উদ্যোগে অনন্য লেখার জন্য মো: মেহেবুব হককে ‘মহাত্মা গান্ধী শান্তি পুরুস্কার’ প্রদান করা হয়েছে।
৬ নভেম্বর বুধবার ভারতের কলকাতার বারাসত বিদ্যাসাগর অডিটোরিয়ামে ‘আমার আশা ফাউন্ডেশন’ আয়োজিত শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এপার বাংলার মানবতার কবি মেহেবুব হককে উক্ত পুরুস্কার প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার কমিটির ICALDRC ভাষাবিজ্ঞান ইউনিটের রেফারেন্সে কবি মেহেবুব হককে ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪’ এর জন্য নির্বাচিত করেছেন।
উল্লেখ্য, ইতিমধ্যে কবি মেহেবুব হক, কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “জাতীয় সাহিত্য উসব-২০২৩” অনুষ্ঠানে কাব্যসাহিত্যে অবদানের জন্য তিনি ‘জাতীয় সাহিত্য পুরস্কার’ ও সনদপত্র পান। এছাড়াও ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত কর্তৃক আয়োজিত ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’, ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার, ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এছাড়াও কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩ , সম্মাননা সনদসহ ফেলোশীপ অর্জন করেন ।
কবি মো: মেহেবুব হক ছোটবেলা থেকেই তিনি সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০ টি।
কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুবহক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।