প্রধান সংবাদরাজনীতি

মনোনয়ন প্রত্যাহার করলেন ১২৩ কাউন্সিলর প্রার্থী

স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, ডিএনসিসি নির্বাচনে ৫৪টি সাধারণ ওয়ার্ডের ৩৬২ জন প্রার্থীর মধ্যে ১১১ জনই মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া সংরক্ষিত ১৮টি ওয়ার্ডে ৮৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সবমিলিয়ে মোট ১২৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে রিটার্নিং কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

আবুল কাসেম বলেন, মেয়র পদে ৬ জন প্রার্থী রয়েছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ হবে।

‘প্রার্থীরা প্রতীক নিয়েই সরাসরি প্রচারণায় অংশ নিতে পারবেন। সকালে প্রথমে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, এরপর সংরক্ষিত ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’

রিটার্নিং অফিসার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। কেউ যদি নির্বাচনী বিধি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। নির্বাচনকে আমরা সংঘাতে পরিণত হতে দেবো না।

শুক্রবার মোট ৩৩৪ জন মেয়র-কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button