প্রধান সংবাদবিনোদনস্বাস্থ্য কথা

মঙ্গলবার থেকে সারাদেশে বুস্টার ডোজ দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর জানিয়েছেন, ‘যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়েছে, পর্যায়ক্রমে তাদের মোবাইল নম্বরে এসএমএস যাবে। এ ছাড়া, যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এসএমএস যাবে।’এসএমএস পাওয়া ব্যক্তিরা করোনার বুস্টার ডোজ দিতে পারবে।আগামীকাল মঙ্গলবার ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। তারপর পর্যায়ক্রমে সারাদেশে তা দেওয়া হবে বলেও জানান ডা. আহামেদুল কবীর।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button