প্রধান সংবাদ

ভোলায় ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৩০ হাজার মানুষ

ভোলা প্রতিনিধি:
ভোলায় চলতি মৌসুমে সর্বোচ্চ জোয়ারে তলিয়ে গেছে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।

বৃহস্পতিবার মেঘনার পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। যা এ মৌসুমের সর্বোচ্চ বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড।

এর আগে, বুধবার যা ছিলো ৫৭ সেন্টিমিটার। পূর্ণিমার সৃষ্ট জোয়ারে প্রভাবে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, জোয়ারের পানিতে ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার ২০ গ্রাম ডুবে গেছে। বাঁধ না থাকায় এসব এলাকা প্লাবিত হয়।

এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা জানান, অস্বাভাবিক জোয়ারে রাজাপির ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ। তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

অন্যদিকে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মেঘনার পানি বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ওপরে ছিলো যা এ মৌসুমে সর্বোচ্চ। যদিও ভাটায় পানি নেমে গেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এমন অবস্থা আরও ৩-৪ দিন থাকতে পারে।

চিত্রদেশ//এফ//

 

Related Articles

Back to top button