গল্প-কবিতাপ্রধান সংবাদ

ভালোবাসা দিবসে কানিজ কাদীরে কবিতা ‘শব্দটি ভাষা পেল’

একগুচ্ছ লাল গোলাপ কিনলাম
রাস্তার মোড় থেকে।
ভেবে পাইনা কাকে দেব গোলাপ,
আমার ভালোবাসাতো হয়ে গেছে পুরনো।
নতুন করে আর কিইবা দেবো,
যা দেবার তা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি-
আমার আত্মজায়, আঙ্গিনায়,
আকাশে, বাতাসে, নীরব সীমানায়-
তবু কিনলাম টকটকে এক গুচ্ছ লাল গোলাপ,
আজ যে ভ্যালেনটাইন’স ডে।
রাঙুক না মন একটু খানি,
ভালোবাসা জাগুক মনে নতুন করে।
ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটিত,
সুগন্ধ ছড়াক ভালোবাসা।
এক গুচ্ছ লাল গোলাপ রাখলাম ফুলদানিতে,
ভালোবাসায় লাল হলো যেন ঘরটি!
মনে পড়লো সবার আজ ভালোবাসা দিবস।
একটু হলেও লাগলো দোলা হৃদয়ে-
“ভালোবাসা ” শব্দটি উচ্চারণে-
হলো না কোন সংকোচ,
শব্দটি আপনা আপনি বিকশিত হলো নিঃসংকোচে।

লেখক:কানিজ কাদীর

 

Related Articles

Back to top button