আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ভারতে একদিনে ১৫৭ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৪২

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘন্টায় আরও ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে সর্বোচ্চ ৫২৪২ জন আক্রান্ত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সোমবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ১৬৯ জন। মোট মৃত্যু ৩০২৯ জনের। এছাড়া মোট করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৫৬ হাজারের বেশি। সারাদেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮২৪ জন।

ভারতে করোনা আক্রান্ত বেশিরভাগ মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন ২৩৪৭ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত, তামিলনাড়ু এবং দিল্লি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থতার হার ৩৮ দশমিক ২৯ শতাংশ।

এদিকে ভারতে করোনা সংক্রমণ আটকাতে চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন জারি থাকবে। তবে সংক্রমণের প্রবণতা বিচার করে রাজ্যগুলি এবার ঠিক করতে পারবে কোথায় কোথায় লকডাউন কড়া করা হবে এবং কোথায় কোথায় লকডাউন শিথিল করা হবে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button