প্রধান সংবাদ
ভারতের সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টিকা তৈরী করার কারখানার ১ নম্বর গেটের কাছে এ আগুন লাগে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। দ্বিতীয়তলায় এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
সেখানে বিসিজি টিকা তৈরি হয় বলে জানানো হয়। আগুনের গ্রাসে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনের ফলে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ার ছবি প্রকাশ হয়েছে দেশেটির বিভিন্ন গণমাধ্যমে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদার্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনও আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি। প্রথমে চারটি ও পরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন।
চিত্রদেশ//এইচ//