অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ভারতের সেই কুখ্যাত মাফিয়াকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা করা হয়েছে।

মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কানপুরে নিয়ে আসার সময় শুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রাসকে গুলি করে মারে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যে গাড়িতে করে কুখ্যাত মাফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উল্টে যায়। এসময় সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। সে সময়ই পুলিশের চালানো গুলিতে নিহত হয় ওই দুষ্কৃতকারী।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ ‍দুবেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশপাশের রাজ্যগুলো অভিযান চালাচ্ছিল পুলিশ।

গত শুক্রবার খুন, অপহরণসহ ৬০ মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়।

সে সময়ই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তার চালানো গুলিতে নিহত হয় ৮ পুলিশ কর্মী।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button