প্রধান সংবাদস্বাস্থ্য কথা

বয়স ৩৫ হলেই করোনার টিকা নেওয়া যাবে

স্টাফ রিপোর্টার:
সরকার করোনা টিকা নেওয়ার ন্যুনতম বয়স ৫ বছর কমিয়েছে। এখন থেকে ৩৫ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ছিল ৪০ বছর।

বৃহস্পতিবার থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button